বরগুনার পাথরঘাটায় গত মধ্য রাতে ৪০ কেজি হরিণের মাংস ও দুটি মাথা উদ্ধার করেছে নৌ পুলিশ। নৌ পুলিশের সোর্স কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে চরদুয়ানী নৌ পুলিশ এ অভিযান পরিচালনা করে।
চরদুয়ানী নৌ পুলিশ সুত্রে জানায়, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদীর পাড়ে নাপিতের খাল এলাকায় সুন্দরবন ও হরিণঘাটা থেকে মায়াবী হরিণ শিকার করে সেই হরিণের গোশত পাথরঘাটা বরগুনা মঠবাড়িয়া বাজার এলাকায় বিক্রির প্রস্তুতি নিচ্ছিল চোরাকারবারিরা। চোরা কারবারীরা নৌ পুলিশের অভিযানের উপস্থিতি টের পেয়ে তারা গোশত ফেলে পালিয়ে যায়। পরে পাথরঘাটা বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের সংবাদ দেওয়া হলে তাঁদের উপস্থিতিতে উদ্ধার হওয়া গোশত যথাযথ আইনী প্রক্রিয়া সম্পাদন শেষে কেরোসিন ঢেলে ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়।
চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এস আই মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হরিণের গোশত উদ্ধার করা হয়। চোরাকারবারিরা সুন্দরবন ও হরিনঘাটা গভীর জঙ্গল থেকে হরিণ শিকার করে গোশত আনার পর আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
স্থানীয় প্রশাসন বলছে, অবৈধভাবে হরিণ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/আরএইচ