ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৮ জুন ২০২৫ | ১৪ আষাঢ় ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1746347731_Lest-2.jpg
https://thedailydeshbarta.com/ad/1746347823_Lest-৩.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১৩:৪১
চলমান বার্তা:
চীনে ক্ষমতাসীন সিপিসির সাথে বিএনপির সম্পর্ক জোরদার হয়েছে: মির্জা ফখরুল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ২:০৯  (ভিজিটর : )


চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চীন সফর শেষে শুক্রবার রাতে হয়রত শাহজালাল (রহ.)আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনালে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘‘ আমাদের এই সফরটা ছিলো রাজনৈতিক। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। আমাদের এই সফরটা সফল হয়েছে….চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সাথে আমাদের অত্যন্ত সফল ও ফলোপ্রসু মিটিং হয়েছে। পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড়-শক্তিশালী হয়েছে।”

মির্জা ফখরুল বলেন, ‘‘ আপনারা জানেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যা্ন তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতারা খুশি হয়েছেন যে, তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন। আমরাও তাদেরকে দাওয়াত করেছি.. তারা তা গ্রহন করেছেন।”

বিএনপি মহাসচিব জানান, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দুই বছরের মধ্যে একটা রাজনৈতিক ডায়ালগের জন্য দুই দলের মধ্যে একটা সমঝোতা স্মারক(এমওইউ) করারও আলোচনা হয়েছে।

ফখরুল বলেন, ‘‘ আমরা অভিভূত হয়েছি যে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং  এর নেতৃত্বে কয়েক বছরের মধ্যে চীন একটা উঁচু পর্যায়ে পৌঁছে গেছে তার সমস্ত অনৈতিক, সামাজিক ও রাজনৈতিক শক্তি দিয়ে।”

‘‘ আমি মনে করি এটা বাংলাদেশের জন্য নয়, সমস্ত বিশ্বের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

রাত ১০টা ৪০ মিনিটে এয়ার চায়নার ফ্লাইটে বিএনপি মহাসচিবসহ তার প্রতিনিধি দল চীনের গুয়াংজু বিমানবন্দর থেকে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। বিমান বন্দরে তাদেরকে স্বাগত জানান ঢাকায় চীনের দূতাবাসের কর্মকর্তারা।

গত ২২ জুন রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন যান। প্রথমে তারা বেইজিং গ্রেট হলে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন। চীনের পররাষ্ট্র বিষয়ক উপ মন্ত্রী সান ওয়েইডং, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এর সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব।

মহাসচিবের সাথে এসব বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ছিলেন।

বিএনপির প্রতিনিধি দল ‘মিউজিয়াম অব কমিনিস্ট’, গ্রেট ওয়াল, বেইজিংয়ে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন, চীনের শানসি প্রদেশের জিয়ান স্মার্ট সিটি, জিয়ান হাইটেক ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট জোন, জিয়াওটং ইউনির্ভাসিটি, জিয়ানের একটি গ্রামসহ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন।
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টার অভিনন্দন, আগামী বছরের জন্য প্রস্তুতির নির্দেশনা
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টার অভিনন্দন, আগামী বছরের জন্য প্রস্তুতির নির্দেশনা
বিএনপির সাথে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের বৈঠক
বিএনপির সাথে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের বৈঠক
যুক্তরাজ্যে বার্মিংহাম বিএনপির সভা
যুক্তরাজ্যে বার্মিংহাম বিএনপির সভা
মেট্রো স্টেশনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত
মেট্রো স্টেশনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত
চব্বিশের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
চব্বিশের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন
আজ চালু হচ্ছে গুগল পে, থাকছে যেসব সুবিধা
আজ চালু হচ্ছে গুগল পে, থাকছে যেসব সুবিধা
https://thedailydeshbarta.com/ad/1745814561_RightPanelSquare.jpg
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1746003553_Web Ad Final-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1751095943_Lest-1.jpg