ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১১ নভেম্বর ২০২৫ | ২৭ কার্তিক ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২০:০০
চলমান বার্তা:
যত বাধাই আসুক ড. ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১৭:২৯ আপডেট: ০৪.১০.২০২৫ ১৩:০৮  (ভিজিটর : )

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, আমি দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই, ড.মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই আগামী  ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে। জনগণ সতঃস্ফূর্তভাবে ভোট দেবে। নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক জনগণ তা প্রতিহত করবে। এটাই জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকারের বৈধতা এবং এটিই জনগণের সাথে সরকারের সামাজিক চুক্তি। 

বুধবার দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকেই বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদেরকে বলতে চাই, ২০০৯ সাল থেকে লাখ লাখ মানুষ রাজনৈতিক হামলা মামলার শিকার হয়েছেন। শত শত মানুষ গুম হয়েছেন, বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিদায়ে সাংবিধানিক সকল পথ যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন দেশের ছাত্রজনতা জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তোরণের পথ উন্মুক্ত করেছে। 

এই উন্মুক্ত পরিবর্তিত পরিস্থিতিই বর্তমান সরকারের বৈধতা দিয়েছে। রাজপথে থেকে দেশের জনগণ এই সরকারকে সেই ক্ষমতা দিয়েছে। কোন পতিত স্বৈরাচারের যুক্তি জনগনের গণরায়কে প্রশ্নবিদ্ধ করতে পারেনা।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস সমাজ বদলের ইতিহাস, মানুষের সভ্যতার ইতিহাস। মানুষ যখন বন্যপ্রাণীর মত বসবাস করত, হিংস্র ছিল, আত্মকেন্দ্রিক ছিল, তখন মানুষ সমাজবদ্ধ হয়ে সভ্যতার দিকে ধাবিত হয়েছে। এভাবে ধাবিত হতে হতে মানুষ তাদের শাসক নির্বাচিত করেছে। আর এই মনোনীত সাংবিধানিক আইন হলো ৬২২ খ্রিস্টাব্দে মদিনা সনদ। আল্লাহর রাসুল হযরত মোহাম্মদ (সাঃ) বিভেদপূর্ণ জনগোষ্ঠিকে এক কাতারে দাঁড় করিয়ে মদীনা সনদে স্বাক্ষর করেছিলেন। সুতারাং এটি একটি সামাজিক চুক্তি, রাজনৈতিক চুক্তি।

অ্যাটর্নি জেনারেল বলেন, পৃথিবীর যত সভ্যতা আছে, সকল সভ্যতার পেছনে জনগণের আন্দোলন রয়েছে এবং সেই আন্দোলনের মাধ্যমে যেসব সরকার অতিতে গঠিত হয়েছে তাদের বৈধতা দিয়েছে সেদেশের জনগণ। আমাদের বর্তমান অন্তর্র্বতী সরকারকে রাজপথের জনতা বৈধতা দিয়েছে। যারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, তারা আগামী নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, সরকার পরিবর্তনের সমস্ত পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল, তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে সেই ফ্যাসিষ্ট সরকারকে পালিয়ে যেতে বাধ্য করে জনগণ দেশের ক্ষমতা নিজের হাতে নিয়েছিল। তারাই ঠিক করেছেন  প্রধান উপদেষ্টা কে হবেন, প্রধান বিচারপতি কে হবেন, বাংলাদেশ কিভাবে শাসিত হবে।

সভায় অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহ ডায়াবেটিস সমিতির উন্নয়নে সার্বিক সগযোগিতার আশ্বাস দেন। সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন আগামী সংসদ নির্বাচনে অ্যাডভোকেট আসাদুজ্জামান শৈলকুপা আসনের একক প্রার্থী তিনি সহ আমরা জনগনের ভোটে নির্বাচিত হলে ঝিনাইদহের উন্নয়নে একসাথে কাজ করে যাবো।

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুন্সি কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সহ সভাপতি জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান ও জাহিদুল ইসলাম প্রমুখ।

প্রতিনিধি/আরএইচ

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
ইসলামাবাদে আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ
ইসলামাবাদে আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ
ঢাকার ১০ পয়েন্টে গুম-খুন-লুটপাটবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও ‘জুলাইয়ের গান’
ঢাকার ১০ পয়েন্টে গুম-খুন-লুটপাটবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও ‘জুলাইয়ের গান’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg