ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এদিনই আনুষ্ঠানিক বক্তব্য দেবেন। সূত্র আল জাজিরা।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ও মোসাদ প্রধানকে নিয়ে সোমবার রাতে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, “ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের সব লক্ষ্য এবং তার চেয়ে বেশি অর্জন করেছে।”
বিবৃতিতে দাবি করা হয়েছে, পরমাণু ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র- উভয় ক্ষেত্রের তাৎক্ষণিক হুমকি দূর করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে, ইরানের সামরিক নেতৃত্বের গুরুতর ক্ষতি করেছে এবং ইরান সরকারের অসংখ্য কেন্দ্রীয় লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
বিবৃতিতে বলা হয়, অভিযানের লক্ষ্যগুলো অর্জনের পরিপ্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে।
যুদ্ধবিরতি লঙ্ঘন হলে ইসরায়েল জোরালো প্রতিক্রিয়া দেখাবে বলে বিবৃতিতে বলা হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এদিনই আনুষ্ঠানিক বক্তব্য দেবেন। সূত্র আল জাজিরা।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ও মোসাদ প্রধানকে নিয়ে সোমবার রাতে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, “ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের সব লক্ষ্য এবং তার চেয়ে বেশি অর্জন করেছে।”
বিবৃতিতে দাবি করা হয়েছে, পরমাণু ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র- উভয় ক্ষেত্রের তাৎক্ষণিক হুমকি দূর করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে, ইরানের সামরিক নেতৃত্বের গুরুতর ক্ষতি করেছে এবং ইরান সরকারের অসংখ্য কেন্দ্রীয় লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
বিবৃতিতে বলা হয়, অভিযানের লক্ষ্যগুলো অর্জনের পরিপ্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে।
যুদ্ধবিরতি লঙ্ঘন হলে ইসরায়েল জোরালো প্রতিক্রিয়া দেখাবে বলে বিবৃতিতে বলা হয়।