সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৩:২৮
বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এ বিএম আব্দুস সাত্তার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২২:০৬ আপডেট: ০৮.১০.২০২৫ ২২:৩২ (ভিজিটর : )

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র একান্ত সচিব এবং সাবেক সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মনোনীত করা হয়েছে।
বুধবার বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যকরী সভাপতি মো. আব্দুল খালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারের সাবেক সচিব, বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন মনোনীত করেছেন।
এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মনোনীত হওয়ায় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও সফলতা কামনা করা হয়েছে।
মতামত লিখুন:
আরও পড়ুন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।