সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৮৪১ জন রোগী ভর্তি হয়েছেন। এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩৮ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১ দশমিক ৮ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ২ শতাংশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন ময়মনসিংহ বিভাগের।
আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, ঢাকা বিভাগে ২১৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৬ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৩ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৩৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৬ হাজার ২৫৭ জন ডেঙ্গু রোগী।