হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরীকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চলের পরিচালকের পদে পদায়ন করা হয়েছে। ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেছিলেন। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চান্দপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তাঁর পিতা মরহুম নজির উদ্দিন আহমদ চৌধুরী বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। উল্লেখ্য, তাঁর বড় ভাই সাহাব উদ্দিন আহমদ চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা হতে অবসর গ্রহণ করেছেন এবং ছোট ভাই বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী (অতিরিক্ত সচিব) বর্তমানে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার পদে কর্মরত আছেন। তাঁর একমাত্র ছোট বোন ছেহেলা ইসরাত ফাতেমা চৌধুরী পরিবারসহ আয়ারল্যান্ডে বসবাস করছেন।অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক পদে পদায়ন পাওয়ায় হবিগঞ্জবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন।