ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১৯:৩৪
চলমান বার্তা:
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ি সচল রাখতে বিনা ভাড়ায় স্কুল
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১৮:৫৮  (ভিজিটর : )

কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি ও ভাষাসৈনিক মো. জিল্লুর রহমানের পৈত্রিক বসতবাড়ি ‘আইভি ভবন’-এর নিচতলায় এখন চলছে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের কার্যক্রম। চলতি মাসের শুরুতেই এখানে স্কুলটি স্থানান্তরিত হয়েছে।

এর আগে স্কুলটি পাশের একটি ভবনে ছিল। তবে স্কুলটি প্রতিষ্ঠার শুরুতে ১৯৮৭ সালে প্রথম দুই বছর আইভি ভবনের নিচতলাতেই ক্লাস চালানো হতো। সে সময় জিল্লুর রহমান ও তার সহধর্মিণী বেগম আইভি রহমানের অনুরোধেই স্কুলের কার্যক্রম শুরু করা হয় বলে জানান হাজী আসমত কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল বাসেত।

তিনি বলেন, স্কুলটি প্রতিষ্ঠার সময় আমার সঙ্গে আরও চারজন অংশীদার ছিলেন, জিল্লুর রহমানের চাচাতো ভাই তারা মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম আক্কাছ, মুন মিয়া ও অধ্যাপক আতাউর রহমান। পরবর্তীতে দুজন আলাদা স্কুল গঠন করেন এবং একজন রাজনীতিতে সক্রিয় হন। তখন থেকে আমি ও তারা মিয়া স্কুলটি পরিচালনা করি। বর্তমানে মরহুম তারা মিয়ার ছেলে শেরদিল নাঈমকে নিয়ে আমরা স্কুলটি পরিচালনা করছি।

অধ্যাপক আব্দুল বাসেত আরও বলেন, স্কুলটির যাত্রা শুরু হয়েছিল আইভি ভবন থেকেই। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জিল্লুর রহমানের এই পৈত্রিক বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পরে জিল্লুর রহমানের বড় মেয়ে তানিয়া বাখত তাঁরই চাচাতো ভাই শেরদিল নাঈমকে অনুরোধ করেন, যেন বাড়িটি সচল রাখতে স্কুলটি এখানে স্থানান্তর করা হয়। কোনো ভাড়ার বিনিময়ে নয়, বরং বাড়িটি রক্ষার উদ্দেশ্যেই স্কুলটি এখানে আনা হয়েছে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দুঃখের বিষয়, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর ও নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে মিল নেই।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভৈরবস্থ পৈত্রিক বাসভবন আইভি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি ১৩ মাস ধরে পরিত্যক্ত ও অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। দ্বিতীয় তলায় জিল্লুর রহমানের চাচাতো ভাই সাখাওয়াত হোসেন মোল্লা বসবাস করতেন, তবে বর্তমানে তিনি ভৈরবের বাইরে অবস্থান করছেন।

এদিকে, প্রয়াত রাষ্ট্রপতির ছেলে আওয়ামী লীগের কয়েক বারের সাংসদ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন। এই সময়ে তিনি দলীয় নেতাকর্মী বা স্থানীয় আত্মীয়স্বজনদের কারও সঙ্গেই যোগাযোগ রাখেননি বলে এলাকাবাসীর অভিযোগ।

এমন পরিস্থিতিতে বাড়িটি অরক্ষিত হয়ে পড়ায় নাজমুল হাসান পাপনের বোন তানিয়া বাখতের উদ্যোগেই শেরদিল নাঈম ভবনটি সংস্কার করে অক্টোবরের শুরুতে স্কুলের কার্যক্রম চালু করেন।

সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফয়জুল কবির বলেন, প্রয়াত রাষ্ট্রপতির স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক বাড়িটি ভৈরবের গৌরব। এখানে স্কুল চালু হওয়ায় বাড়িটি যেমন রক্ষা পাচ্ছে, তেমনি শিশুদের শিক্ষারও সুযোগ তৈরি হয়েছে।

ঠিকাদার ও.আর. জুয়েল বলেন, এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস ও গৌরবের প্রতীক। রাষ্ট্রপতির স্মৃতি ধরে রাখতে এর যত্ন নেওয়া সবার দায়িত্ব।

স্কুলটির অংশীদার শেরদিল নাঈম বলেন, বাড়িটি দীর্ঘদিন খালি থাকায় নষ্ট হচ্ছিল। তখন আমার চাচাতো বোন তানিয়া বাখত অনুরোধ করেন, বাড়িটি যেন শিক্ষার কাজে ব্যবহার করা হয়। আমরা বিনা ভাড়ায় স্কুলটি এখানে চালু করেছি, যাতে বাড়িটি সচল ও নিরাপদ থাকে। কিন্তু অনেকে না জেনেই বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন।

এ বিষয়ে জানতে জিল্লুর রহমানের বড় মেয়ে তানিয়া বাখতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ জনের নামে মামলা
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ জনের নামে মামলা
দুর্নীতিবাজদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের
দুর্নীতিবাজদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের
সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা
সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg