পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভৈরব উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক ও সহযোগিতামূলক সংগঠন ‘পাবলিকিয়ান্স ফোরাম অব ভৈরব (পিএফবি)’- এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাজিব মিয়া (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এবং সাধারণ সম্পাদক হয়েছেন বি.এম. রাফিউল (ঢাকা বিশ্ববিদ্যালয়)।
বুধবার ভৈরব দুর্জয়মোড়ে এলাকায় পাবলিকিয়ান্স ফোরাম অব ভৈরবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
ওই কমিটির অন্যান্য পদে মনোনীত হন: সহ-সভাপতি রাসেল আহমেদ তন্ময়, আরমান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আনা কারেনিনা, জিহাদুর রহমান প্রাচীর, সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক লামিয়া আক্তার মুন্নি, অর্থ সম্পাদক ফজলে রাব্বি, সহ-অর্থ সম্পাদক তাইবুর রহমান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌজিবুর রহমান তিতন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবুল সায়েম, দপ্তর সম্পাদক সিহাব উদ্দিন তুহিন, সহ-দপ্তর সম্পাদক মো. রাতুল মিয়া; শিক্ষা ও গবেষণা সম্পাদক রাব্বি আল-নাহিয়ান, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক আল ইমরান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাজু আহমেদ, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সাঞ্জিব সামি, ক্যারিয়ার ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মহিউদ্দিন কাউসার, সহ-সম্পাদক আলভী মোল্লা, আইন ও বিতর্ক সম্পাদক সহিদ উল্লাহ্, সহ-সম্পাদক আবরার ফাহিম জয়, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সম্পাদক ইমতিয়াজ আহমেদ মাহিন, সহ-সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও পরিসংখ্যান সম্পাদক রাফিদ আহমেদ জিসান, সহ-সম্পাদক শাখাওয়াত হোসেন, পাঠাগার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাবাসসুম কায়সার জেরিন, সহ-সম্পাদক বিশাল কর, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পায়েল আহমেদ, সহ-সম্পাদক মো. নাফিজ খান, ছাত্রী কল্যাণ সম্পাদক মহিমা ইসলাম খুশবো, সহ-সম্পাদক সাদিয়া হোসেন প্রীতিলা, ক্রীড়া সম্পাদক কাউসার আহমেদ, সহ-সম্পাদক রকিব রাফসান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মুহায়মিনুল হক সার্বিক, সহ-সম্পাদক মেহেদী হাসান।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শান্তা বেগম, মো. রুহুল আমিন, তামজীদ আহমেদ বকসী, মাহদি হাসান মাহির, আকাশ আহমেদ, শায়লা আজাদ, তাসমিয়া জান্নাত নোভা, রাবিত আদনান সামি ও আবিদ হাসান।
নবনির্বাচিত সভাপতি মো. রাজিব মিয়া ও সাধারণ সম্পাদক বি.এম. রাফিউল জানান, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে প্রেরণা নিয়ে সংগঠনটি ভৈরবের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি, শিক্ষামূলক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং উচ্চশিক্ষার আলো সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে কাজ করে যাবে।