কিশোরগঞ্জের ভৈরব বাজারে সাপ্তাহিক হাটবারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ওই অভিযানে বন বিভাগের কয়েকজন মাঠকর্মী সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, সাপ্তাহিক বুধবারের হাটে পাখি বিক্রির সময় বিভিন্ন বিক্রেতার কাছ থেকে ৫টি কবুতর, ১টি টিয়া, ৭টি ঘুঘু ও ৮টি লাভবার্ডসহ মোট ২১টি পাখি উদ্ধার করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী পাখি শিকার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। ভৈরব বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ২১টি পাখি উদ্ধার করি এবং পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দেই। এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
তিনি পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বন্যপ্রাণী রক্ষায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
দেশবার্তা/একে