ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২০:৪৪
চলমান বার্তা:
গ্রেটা থানবার্গের সাথে কি কি করেছে ইসরায়েলিরা, যা জানা গেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২০:২৪  (ভিজিটর : )

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ও সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজার দিকে রওনা দিয়েছিলেন বিশ্বের প্রায় ৫০০ অধিকারকর্মী। এরমধ্যে ছিলেন পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ।

গত ২ অক্টোবর জাহাজ জব্দ করে তাদের ধরে আসোদ বন্দরে নিয়ে যায় ইসরায়েলি নৌ কমান্ডোরা। এরপরই শুরু হয় নির্যাতন।

সুইডিশ সংবাদমাধ্যম আফটোনব্লাডেটকে গ্রেটা বলেছেন, আটকের পর স্যুটকেস জব্দ করে ইসরায়েলি সেনারা। স্যুটকেসটি ফেরত দেওয়া হলে তিনি দেখেন তার স্যুটকেসে ‘বেশ্যা থানবার্গ’ লিখে দেওয়া হয়েছে। এছাড়া তার লাগেজের ওপর কালো মার্কার কলম দিয়ে ইসরায়েলি পতাকা এবং পুরুষাঙ্গের ছবি আঁকা ছিল।

আসোদ বন্দরে যাওয়ার পর দুঃস্বপ্নময় পরিস্থিতি দেখেন বলেও জানিয়েছেন গ্রেটা। তিনি বলেছেন, তাকে একটি লোহার খাঁচায় টেনেহিঁচড়ে নেওয়া হয়।

গ্রেটা আরও বলেছেন, ইসরায়েলি রক্ষীদের মধ্যে কোনো ধরনের মায়া বা মানবতাবোধ নেই। তারা আমার সাথে সেলফি তুলতে থাকে। আরও অনেক কিছু ঘটেছে। যা আমার মনে নেই। একসঙ্গে অনেক কিছু হচ্ছিল। আমি স্তব্ধ হয়ে গিয়েলাম, ব্যথা পাচ্ছিলাম। কিন্তু ওই সময় শান্ত থাকার চেষ্টা করছিলাম।

এছাড়া তিনিসহ প্রায় ৬০ জনকে কারাগারের একটি ছোট রুমে ঠাসাঠাসি করে রাখা হয়েছিল বলেও জানিয়েছেন গ্রেটা। 

তিনি বলেন, সেখানে অনেক গরম ছিল। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা পুরোটা সময় পানির জন্য কাকুতি মিনতি করেছি। 

বলেছি, ‘আমাদের পানি দিন, পানি দিন’। আমরা চিৎকার করেছি। কিন্তু কারাগারের রক্ষীরা আমাদের রুমের সামনে দিয়ে হেঁটে যেত তাদের পানির বোতল নিয়ে। বোতল হাতে নিয়ে তারা হাসাহাসি করত। আমাদের সামনে পানির বোতল ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছে তারা। 

যখন কেউ অজ্ঞান হতো, আমরা চিকিৎসকের জন্য চিৎকার করতাম। তারা এসে গ্যাস ছেড়ে দেওয়ার হুমকি দিত। তাদের হাতে গ্যাসের সিলিন্ডার থাকত এবং এগুলো আমাদের ওপর ছাড়ার কথা বলত। রাতের বেলা রক্ষীরা আমাদের এখানে আসত। তারা কারাগারের লোহার দণ্ডগুলো নাড়াত, ফ্ল্যাশলাইট মারত। রাতের বেলা একাধিকবার এসে আমাদের জোর করে ঘুম থেকে জাগিয়ে তুলত।

এতসব নির্যাতনের পর ৬ অক্টোবর গ্রেটা থুনবার্গকে ছেড়ে দেয় দখলদাররা। তিনি অভিযোগ করেছেন, তার নিজ দেশে সুইডেনের দূতাবাসের কর্মকর্তারা তাকে সাহায্য করেনি। বরং তার ওপর যে নির্যাতন চালানো হয়েছে সেটি ঢাকার চেষ্টা করেছেন তারা। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
গ্রেটা থানবার্গের সাথে কি কি করেছে ইসরায়েলিরা, যা জানা গেল
গ্রেটা থানবার্গের সাথে কি কি করেছে ইসরায়েলিরা, যা জানা গেল
চাকসু নির্বাচনের ফল ঘোষণা বৃহস্পতিবার
চাকসু নির্বাচনের ফল ঘোষণা বৃহস্পতিবার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
পিআর আমি নিজেই বুঝি না, জনগণ বুঝবে কী: মির্জা ফখরুল
পিআর আমি নিজেই বুঝি না, জনগণ বুঝবে কী: মির্জা ফখরুল
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg