বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজকুনীপাড়ায় বিশ্ববাংলা সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক পরিষদ এর উদ্যোগে অনাড়ম্বরভাবে নিয়মিত সাহিত্য আসর এর সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী মনির সভাপতিত্বে এতে অংশগ্রহণ করেন একুশে পদকপ্রাপ্ত এবং 'প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ' সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার মনিরুজ্জামান মনির, সব্যসাচী লেখক, সাংবাদিক এবং অসংখ্য গানের গীতিকার মীর লিয়াকত আলী, বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত উর্ধতন কর্মকর্তা এবং 'কেনো ভালোবাসা হারিয়ে যায় দুঃখ হারায় না' সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার শামসুল আলম এবং এডভোকেট হাছিব চৌধুরী, এডভোকেট শিল্পী রেহানা বেগম, কবি কাওসার জাহান লিপি, কবি রিমি কবিতা, কবি অবসরপ্রাপ্ত সচিব তন্ময় হারিস, কবি ও প্রকাশক আবুল খায়ের, সামান্তা আলম এবং ছড়াকার, লেখক, গবেষক সায়েক আহমদসহ অন্যান্য কবি, সাহিত্যিক এবং শিল্পীবৃন্দ।