রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গুদামে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
অন্যদিকে আগুনে দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫)। দুপুর দুইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও গুদামের ভেতরে জ্বলছে দাহ্য কেমিক্যাল, যা বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘এ পর্যন্ত ১৬টি মরদেহ আমরা পেয়েছি। ধারণা করছি, এরা সবাই কেমিক্যাল বিস্ফোরণ থেকে সৃষ্ট বিষাক্ত গ্যাস ইনহেল করেই মারা গেছেন। বিষাক্ত গ্যাসে খুব বেশি টক্সিক ছিল, যা তাৎক্ষণিকভাবে মৃত্যু ঘটাতে পারে। অনেকেই বের হয়ে যেতে পারলেও মৃতরা সম্ভবত গ্যাসে আক্রান্ত হয়ে আর সরতে পারেননি।’
তিনি আরও বলেন, ‘আমরা দুই ও তিন তলা থেকে মরদেহ উদ্ধার করেছি। সার্চিং অপারেশন এখনও চলছে।