ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৩:২৮
চলমান বার্তা:
‘আমাকে এখন কেউ কাজ দেয় না’ বলে কান্নায় ভেঙে পড়লেন বর্ষা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১৪:২৪  (ভিজিটর : )

মডেল ও ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী এখন কাজ পান না, কেউ তাকে কাজ দেয় না। যারা বর্ষাকে কাজ দেবে তাদেরকে বয়কট করা হবে, এ কারণে তাকে কেউ কাজ দেয় না- এমনই অভিযোগ আলোচিত এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। 

ফেসবুকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন বর্ষা। তিনি বলেন, আমি বারবার মাফ চেয়েছি, আপনারা আমাকে কেন মাফ করছেন না। এবার একটু থামেন প্লিজ। আমার এই দুই কাঁধে অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব।

অপর এক পোস্টে বর্ষা লিখেছেন, একটা মেয়ে কি থেকে কি হয়ে গেলো একটু তাকিয়ে দেখুন তো আপনারা। কতোটা পরিবর্তন মাত্র ৯ মাসে। এই মেয়েটা সবার কাছে বার বার ক্ষমা চাইছে। তবুও আপনারা সেইটা নিয়ে ও মজা নিচ্ছেন। এই মেয়েটাকেই তো আপনারা একসময় আইডল ভাবতেন। এখন সে কাজ পায়না। আমাকে যে কাজ দিবে তাকে আপনারা বয়কট করবেন। তাই ভয়ে কেউ  কাজ দেয়না। 

 তিনি বলেন, একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন। কি পরিস্থিতিতে আমি আছি। আর কতো কষ্ট দিবেন আপনারা। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। কিন্তু আপনারা কেনো ক্ষমা করতে পারেননা। 

ফেসবুকে একই দিন দেওয়া আরেকটি পোস্টে লিখেছেন, আগের আমি আর এই আমির মাঝে অনেক পার্থক্য, এখন আমার ওজন মাত্র ৪০ কেজি। শরীরের অবস্থা একটু ও ভালো না। কতক্ষণ টিকে থাকবো জানিনা। চারিদিকে এমন ভাবে ছোট করে ফেলেছে আমাকে সবাই। কেউ কাজ ও দেয়না। সবাই বয়কট করেছে। এভাবে কতক্ষণ আমি ও মানুষ। আমারও বাচ্চা আছে সংসারে অসুস্থ বাবা মা আছে। সবাই আমাকে ক্ষমা করে দিয়েন পারলে। আমার যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। আর নিতে পারছিনা। 
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg