ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৩:২৮
চলমান বার্তা:
স্বামী ‘খাইষ্টা জাহাঙ্গীর’ এর মতো হলে সরাসরি ‘না’ সাদিয়া আয়মানের
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৩:২৮  (ভিজিটর : )

‘ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন’— উৎসব সিনেমার এই সংলাপটি এখনও নেটিজেনদের আলোচনায়। কারণ, নারীর স্বাধীনতায় কতটা বাধ্যবাধকতা— তা যেন এই কথাটুকুতেই প্রকাশ পায়। আর নিজের স্ত্রী জেসমিনের স্বাধীনতার প্রতি এভাবেই হস্তক্ষেপ করেছিলেন খাইষ্টা জাহাঙ্গীর; ফলে একে অপরকে হারিয়ে ফেলেছিলেন তারা।

‘উৎসব’ সিনেমার অন্যতম এই পিক পয়েন্ট যেন একটু ভিন্নভাবেই নাড়া দিয়েছিলো দর্শকের মাঝে। এর মাঝে এক বার্তা ছিলো— প্রিয়জনের স্বাধীনতা ও নিজস্বতার বিরুদ্ধে না গিয়ে বরং সহযোগিতা করলেই গল্পের শেষটা হতে পারতো অন্যরকম। 


সিনেমাটিতে আলোচিত ‘জেসমিন’ এর অতীতের চরিত্রে ছিলেন সাদিয়া আয়মান। তাই বাস্তব জীবনেও এমন কেউ তার জীবনে আসুক, চাননা অভিনেত্রী। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে সাদিয়া আয়মানকে প্রশ্ন করা হয়— যদি খাইষ্টা জাহাঙ্গীরের মতো একজন স্বামী বিয়ের পর তাকে পড়াশোনা বা অভিনয় থেকে বিরত করতে চান, অথবা শুধু সংসার সামলাতে চাপ দেন, তবে কী করবেন?

জবাবে সাদিয়া আয়মান স্পষ্ট জানিয়ে দেন, প্রথমত, যে আমাকে বিয়ে করবে, সে তো জানবেই আমি কী করি, আমার ক্যারিয়ার কী। আর আমি যদি বিয়েও করি, সেটা আগে থেকেই বোঝাপড়ার মধ্যেই হবে। কিন্তু বিয়ের পর যদি হঠাৎ বলা হয়—‘কাজ ছেড়ে দাও’, আমার মনে হয় না আমি সেরকম কোনো সুযোগ দেব।


ক্যারিয়ার থামিয়ে দেওয়ার মতো শর্ত মানতে নারাজ জানিয়ে অভিনেত্রী আরও বলেন, সাধারণত সবাই ক্যারিয়ারের একটা পর্যায়ে গিয়ে বিয়ে করে। আমি যদি ৩০-এর মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেই, তখনও আমার ক্যারিয়ার পিক অবস্থায় থাকবে। মানে আমি জানব কীভাবে প্ল্যান করতে হবে।

‘উৎসব’ সিনেমায় সাদিয়া আয়মানের ‘জেসমিন’ নব্বই দশকের এক ধীরস্থির ও সোজা-সাপ্টা মেয়ের চরিত্র। যে জানে তার লক্ষ্য কী, এবং সে তা অর্জন করতেই বদ্ধপরিকর। তবে সিনেমায় স্বামী খাইষ্টা জাহাঙ্গীর -এর চোখে জেসমিনকে দেখা হয় একেবারেই ভিন্ন দৃষ্টিতে; তার প্রতি স্বামী হিসেবে সমান মর্যাদা দেওয়ার ঘাটতি স্পষ্ট। কিন্তু জেসমিনকে অবহেলা করলেও তার প্রতি ছিল খাইষ্টা জাহাঙ্গীরের একরকম চাপা ভালোবাসা; যা সেভাবে প্রকাশ করেননি। সব মিলিয়ে বোঝা যায়, খাইষ্টা জাহাঙ্গীরের মতো স্বামী কোনোভাবেই চান না সাদিয়া আয়মান।

তবে বর্তমানে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী। তানিম নূরের সিনেমা ‘উৎসব’ ছাড়াও অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-য় অভিনয় করে সমালোচক ও দর্শক— উভয়ের কাছ থেকেই প্রশংসা পেয়েছেন তিনি। এদিকে হাতে আছে তার আরও কিছু নতুন কাজ। বলা যায়, অল্প সময়েই অভিনয়জগতে নিজের অবস্থান শক্ত করতে যাচ্ছেন সাদিয়া আয়মান।
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg