সাবেক মিস ইউনিভার্স ও বলিউড সুন্দরী সুস্মিতা সেনের বয়স এখন ৪৯ বছর। তবে চেহারা ও ফিটনেসে এখনো বয়সের ছাপ পড়তে দেননি তিনি। তিনি যে সত্যিই মিস ইউনিভার্স, তা এখনো প্রমাণ করেন তার গ্ল্যামারে। তবে সাবেক এই বিশ্বসুন্দরীই কিনা একাকী জীবন যাপন করছেন! হাজার বার মন ভেঙেছে, হাঁটুর বয়সী প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, ফের ব্রেকআপ।
আবার কখনো বয়ষ্ক পুরুষ ব্যবসায়ীর সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন তো কখনো আবার সব কিছু ছেড়ে দিয়ে পুরনো প্রেমিকের কাছে ফিরে আসা। প্রেম, বিয়ে, সম্পর্ক- সুস্মিতা যেন দিশাহারা।
তবে কী জীবনে স্থির হবেন না অভিনেত্রী! কবে বিয়ে করবেন, এমন প্রশ্নই ঘুরপাক খায় অনুরাগীদের মনে। সুস্মিতা যদিও বিয়ের প্রশ্নে বরাবরই এড়িয়ে যান।
তবে এবার অভিনেত্রী জানালেন, এই তিনটি শর্ত কেউ মানলে তবেই বিয়ে করবেন তিনি। তবে পাত্রের কাছে রাখলেন একটাই শর্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন জানালেন, আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল। যেদিন এমন মানুষ পাবে, সেদিন বিয়ে করব।
তিনি আরও বললেন, শুনতে আজব লাগলেও আসলে আমার চাহিদা অনেক বেশি। সেটা পূরণ যে করতে পারবে তাঁকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।
সুস্মিতার জীবনে এর আগে এসেছেন অভিনেতা রণদীপ হুদা, রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন। আবার মন দিয়েছিলেন পরিচালক বিক্রম ভাটকে। সম্প্রতি তো নাম জুড়েছিল ললিত মোদিরও সঙ্গেই। তবে এই মুহূর্তে মোটেই একা নন সুস্মিতা।
গুঞ্জন রয়ছে, পুরনো বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন এ অভিনেত্রী।