ইসরায়েল থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে তুরস্কের পথে রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
তুরস্কের সূত্র মতে, শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ইসরায়েল থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি রওনা দিয়েছেন। ফ্লাইট নম্বর TK 6921, যা তুরস্কের স্থানীয় সময় অনুযায়ী বিকেল ২টা ৩০ মিনিটে ইস্তানবুলে অবতরণ করার কথা রয়েছে। এদিন সিএ প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
শহিদুল আলমের মুক্তি এবং তার প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শহিদুল আলমের স্বদেশে প্রত্যাবর্তন এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সারা দেশের মানুষের মাঝে গভীর আগ্রহ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
দেশবার্তা/আরএইচ