রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। সমাবেশ ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান থেকে গরম পানি ও রঙিন পানি ছোড়ে, পাশাপাশি কয়েকটি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে।
শনিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে কাকরাইল মোড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন কর্মী সমাবেশে অংশ নিতে। হঠাৎ করেই পুলিশ এসে এলাকায় ব্যারিকেড সৃষ্টি করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, সমাবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি না নেওয়ায় রাস্তায় জনসমাগমে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। বক্তব্য চলাকালীন হঠাৎ পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড দিয়ে আক্রমণ চালায়। তারা আরও দাবি করেন, পুলিশের সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করা হলেও, আইনশৃঙ্খলা বাহিনী বারবার উসকানিমূলক আচরণ করেছে।
ঘটনার পর পুরো কাকরাইল এলাকা ও আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
দেশবার্তা/আরএইচ