ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৩:২৮
চলমান বার্তা:
বিএমইউতে আনসার সদস্যদের ভূমিকা নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১৬:৪৯  (ভিজিটর : )

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতাল প্রাঙ্গণে সম্প্রতি ঘটে যাওয়া একটি বিচ্ছিন্ন ঘটনায় আনসার সদস্যদের ভূমিকা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

শুক্রবার বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে বিএমইউ’র (সাবেক পিজি হাসপাতাল) ক্যান্সার ভবনে আল্ট্রাসনোগ্রাম সেবা নিতে আসা রোগীদের মধ্যে দৈনিক সেবা সীমা পূর্ণ হওয়ায় সামান্য বাগ্‌বিতণ্ডা হয়। দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে পৃথক করেন।

পরবর্তী সময়ে দুই ব্যক্তি হাসপাতালের রেজিস্ট্রার কক্ষে অনধিকারভাবে প্রবেশ করে উত্তেজনাপূর্ণ আচরণ শুরু করেন। আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই দুজনকে চিহ্নিত করে শাহবাগ থানায় হস্তান্তর করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দায়িত্বে থাকা আনসার সদস্যরা পুরো সময়টিতে পেশাদারিত্ব, ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন। তারা কোনো সাংবাদিককে বাধা প্রদান করেননি কিংবা সংবাদ প্রচারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেননি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছে। সরকারি স্থাপনা, চিকিৎসা প্রতিষ্ঠান ও জনস্বার্থ সংশ্লিষ্ট স্থানে তাদের সদস্যরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

বিএমইউতে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদনগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছে বাহিনী।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg