ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৩:২৮
চলমান বার্তা:
বগুড়ায় নারী উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা কর্মসূচি আয়োজন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১৭:৫১  (ভিজিটর : )

নারী উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান বৃদ্ধি ও সহজ শর্তে অর্থায়নের সুযোগ প্রসারে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এক আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করেছে।

শনিবার (১১ অক্টোবর) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের উদ্যোগে বগুড়ার স্থানীয় এক হোটেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিএমএসএমই খাতের বিকাশ ও নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এটি ব্যাংকের ধারাবাহিক কার্যক্রমের অংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম, বগুড়া অঞ্চলের আঞ্চলিক প্রধান ও বগুড়া শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমসহ অঞ্চলের ছয়টি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এম. এম. সাইফুল ইসলাম বলেন, নারীরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের আরও বেশি করে এসএমই খাতে সম্পৃক্ত হতে হবে। 

তিনি নারী উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, নিষ্ঠা, আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি নারীদের আর্থিক স্বাধীনতা ও উদ্যোক্তা মনোভাবের বিকাশকে টেকসই অর্থনীতির জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন।

এই কর্মসূচির মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংক নারী উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনায় সক্ষমতা উন্নয়ন এবং টেকসই উদ্যোগ গড়ে তুলতে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg