তিন দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে অনড় অবস্থান বজায় রেখে তাঁরা সরকারকে বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি না মানলে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ সকালে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এলেও তাঁরা তা প্রত্যাখ্যান করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে আপাতত লংমার্চ কর্মসূচি বিকেল চারটা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের একটাই দাবি—সরকারকে প্রজ্ঞাপন দিতে হবে। আলোচনার আর কোনো সুযোগ নেই।
দুপুরের দিকে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমসহ একটি দল আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে শহীদ মিনারে যান। তাঁরা শিক্ষকদের লংমার্চ কর্মসূচি পেছানোর অনুরোধ জানান। এ সময় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ দেলাওয়ার হোসেনের সঙ্গে ফোনে কথা বলেন এবং আশ্বাস দেন যে সরকার তাঁদের দাবি বিবেচনায় নিচ্ছে।
দেলাওয়ার হোসেন বলেন, প্রশাসন জানিয়েছে, আমাদের দাবি মেনে নেওয়া হবে, তবে প্রজ্ঞাপন জারি হতে কিছুটা সময় লাগবে। আমরা জানিয়েছি, বিকেল চারটার মধ্যে প্রজ্ঞাপন না এলে আমরা লংমার্চে নামব।
আজ সকালে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, হাজারো শিক্ষক-কর্মচারী সেখানে অবস্থান করছেন। ব্যানার, প্ল্যাকার্ড হাতে তাঁরা ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছেন।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো-
১. মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাতা বৃদ্ধি,
২. শিক্ষক ও কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা নির্ধারণ,
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।
খুলনা থেকে আসা এক কলেজশিক্ষক সুদাস চন্দ্র দাস বলেন, শিক্ষকেরা সৎভাবে শ্রম দেন, কিন্তু প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক না পেলে তা টিকিয়ে রাখা কঠিন। পেটে খিদে রেখে পাঠদান সম্ভব নয়। সরকারের উচিত শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়া।
শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, বিকেল চারটার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে তাঁরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন।
দেশবার্তা/একে