বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের মাধ্যমে একটি সত্যনিষ্ঠ ও মানসম্মত পরিবেশ তৈরি করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা বই-পুস্তকে মিথ্যা ইতিহাস ঢুকিয়ে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করেছে। এখন আমাদের দায়িত্ব আমাদের সন্তানদের সত্য জানতে ও সুন্দর শিক্ষার পরিবেশে বড় হতে সাহায্য করা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি শিক্ষাবান্ধব দল। আমরা বিশ্বাস করি শিক্ষা কেবল পাঠ্যবই নির্ভর নয়; এটি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি মাধ্যম। বিএনপি সরকার ক্ষমতায় এলে একটি স্বাধীন, মানসম্মত ও আধুনিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করবে।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে শিক্ষা খাতে কোনো প্রকৃত উন্নয়ন হয়নি, কারণ তখন জনগণের সরকার ছিল না। সেটি ছিল ভোট চুরির সরকার, যাদের উন্নয়ন কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল। জনগণের ট্যাক্সের টাকা তারা নিজেদের পকেটে নিয়েছে।
আফরোজা খানম বলেন, আমি মানিকগঞ্জের প্রতিটি ইউনিয়নে গিয়েছি, কোথাও দৃশ্যমান উন্নয়ন নেই। এখন জনগণের সামনে সুযোগ এসেছে নিজেদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য সঠিক দলকে ভোট দেওয়ার। আপনার মূল্যবান ভোটই পারে দেশের ভাগ্য পরিবর্তন করতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।