মুন্সীগঞ্জের শ্রীনগরে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৭ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মার নেতৃত্বে সেনাবাহিনী, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও আনসারের সমন্বয়ে শ্রীনগর থানার বয়াতীর চর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে প্রায় ২০ লাখ মিটার কারেন্ট জাল, ৪০ পিস চায়না দুয়ারি জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত জাল মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।