বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবিতে ঢাকায় শিক্ষকদের কর্মসূচীতে হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছেন মাদ্রাসা শিক্ষকরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শহরের জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ও জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচীতে শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান।
তারা বলেন, শিক্ষকদের ওপর হামলা করা মানে বাংলাদেশের ওপর হামলা করা। শিক্ষকরা তাদের মর্যাদা নিয়ে শ্রেণিকক্ষে থাকতে চায়।
এসময় শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি করেন তারা।
দাবি পূরণ না হলে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলবে বলে জানান শিক্ষকরা।
মানববন্ধন শেষে হামলার বিচার ও দাবি পূরণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।