ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন পেশাদার ব্যাংকার মো. হাবিবুর রহমান এনসিসি ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। তিনি সোমবার (১৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে (এমটিবি) সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হোলসেল ব্যাংকিং ডিভিশন-০২ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং খাতে ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২০ সালে এমটিবি’র করপোরেট ব্যাংকিং সেন্ট্রালাইজেশন প্রক্রিয়ায় তিনি ট্রান্সফরমেশন টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
৩১ বছরের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন হাবিবুর রহমান করপোরেট ব্যাংকিং, ট্রেড সার্ভিসেস, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল ব্যাংকিং ও শাখা ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও যমুনা ব্যাংকে দীর্ঘ ১৪ বছর ধরে গুলশান, বনানী ও প্রগতি সরণীর মতো গুরুত্বপূর্ণ শাখার নেতৃত্ব দিয়ে ব্যবসায়িক প্রবৃদ্ধি ও গ্রাহক সেবায় সাফল্য অর্জন করেছেন।
তিনি ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংকে প্রোবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০১ সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, ২০১০ সালে যমুনা ব্যাংকে এবং ২০১৫ সালে পুনরায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যোগ দিয়ে শীর্ষ পর্যায়ের দায়িত্ব পালন করেন।
হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর (এম.এসসি.) ডিগ্রি এবং একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি করপোরেট ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেড ফাইন্যান্স বিষয়ে দেশ-বিদেশে নানা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
দেশবার্তা/একে