কুমিল্লার হোমনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম আহ্বায়ক, মো. হানিফ সদস্য সচিব ও আব্দুল করিম যুগ্ম আহ্বায়কসহ মোট সাতজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি নূর-ই আলম ভূঁইয়া।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- জেলার কোতোয়ালি থানার যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মতিন, তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আলাউদ্দিন ফজলু, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল হক সরকার ও মো. কামাল হোসেনসহ শাতাধিক বীর মুক্তিযোদ্ধ। শেষে প্রধান অতিথি এ কমিটি ঘোষণা করেন।
সভায় বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে মুক্তিযোদ্ধাদের অধিকার ও সম্মান রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।