টাকা চুরি হওয়ার পর গাড়ী চালকের বাসায় তল্লাশীর ঘটনায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলমকে ক্লোজড করা হয়েছে।
গতকাল শুক্রবার গভীর রাতে তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর ওসি নূর আলমের বাসা থেকে ৪ লাখ টাকা চুরি হয়। এঘটনায় জড়িত সন্দেহে পরদিন ওই থানার পিকআপ চালক ওয়াসিমের বাসায় কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে অভিযান চালান ওসি নুরে আলম। ওয়াসিম তার ঘরের জিনিসপত্র তছনছ করার ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেন। ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।