ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৩:২৮
চলমান বার্তা:
‘সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের অধিগ্রহনের কাজ দ্রুত সম্পন্ন হবে’
সিলেট ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৩১ আপডেট: ১৭.০৯.২০২৫ ২০:৩৩  (ভিজিটর : )

দীর্ঘদিন ধরে আটকে আছে সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতের কাজ। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। এই সড়ক দিয়ে সিলেট থেকে ঢাকা যেতে ১২ থেকে ১৪ ঘন্টা সময় লাগে হরহামেশা। 

জানা যায়, জমি অধিগ্রহণ কাজ শেষ না হওয়ায় ৪ বছরে দশ শতাংশও এগোয়নি এই সড়কের কাজ। তবে সুখবর দিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে বিলম্ব হচ্ছে। তবে সম্প্রতি উর্ধতন কর্মকর্তারা সিলেট এসেছিলেন। আমরা তাদের সাথে বসেছিলাম। আমরা আশা করছি ২/৩ মাসের মধ্যে সিলেট অংশের অধিগ্রহণ কাজ শেষ হবে। ইতোমধ্যে ইউটিলিটি যেগুলো ছিলো- যেমন বিদ্যুৎ-গ্যাসলাইন সরিয়ে নেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, আমরা আশা করছি আগামী ৫/৬ মাসের মধ্যে এই সড়কের কাজ পুরোদমে শুরু হবে। 

জানা গেছে, ২০৯ কিলোমিটার দৈর্ঘ্যের ওই সড়কের ভূমি অধিগ্রহণ করা হয়েছে মাত্র ১৫ ভাগ। এখনো ৮৫ ভাগ ভূমি অধিগ্রহণ করার বাকি রয়েছে।

এই সড়কটির কাজ শুরু হয়েছিল ২০২১ সালে। আর কাজ সমাপ্ত হওয়ার কথা ছিল ২০২৬ সালে। প্রকল্পের- ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর-৬ লেন সড়ক উন্নয়ন প্রকল্প’। ব্যয় ধরা হয়েছিল সবমিলিয়ে ১৭ হাজার কোটি টাকা। প্রকল্পের জন্য ৭টি জেলা থেকে মোট ৮২৯ দশমিক ৮৩ একর ভূমি অধিগ্রহণ প্রয়োজন।

বাস টার্মিনাল পরিদর্শনকালে ওই এলাকার ভাঙাচোরা সড়ক প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ চলায় মেইটেন্সের জন্য বরাদ্ধ দেওয়া হচ্ছে না। ফলে সড়কের অনেক জায়গা ভেঙে গেলেও সংস্কার করা যাচ্ছে না। আমরা সংস্কারের জন্য বরাদ্ধ চেয়ে আবেদন করেছি।

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg