ময়মনসিংহ সিটি করপোরেশনে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি পাওয়া ৩৩ কর্মকর্তাকে পুনরায় আগের পদে ফিরিয়ে নেওয়া হয়েছে।
সূত্রমতে, ৮ বছর পর এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় মসিকের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসছে ও চরম অসন্তোষ তৈরি হয়েছে।
জানাগেছে ২০১৮ সালে সিটি করপোরেশন ঘোষণার পর, নিয়ম অমান্য করে একাধিক কর্মকর্তাকে উচ্চ পদে উন্নীত করা হয়। ওই সময়ে এ সিদ্ধান্ত নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠলেও পদোন্নতি বহাল রাখা হয়।
গত ১১ সেপ্টেম্বর জারিকৃত এক সরকারি বিজ্ঞপ্তিতে তাঁদের পদাবনতির সিদ্ধান্ত জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এখন থেকে পদোন্নতির ক্ষেত্রে বিধি মেনে চলা নিশ্চিত করা হবে। সিটি করপোরেশন প্রশাসন এই পরিবর্তনকে কাঠামোগত শুদ্ধির অংশ হিসেবে দেখছে।