ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজ, ময়মনসিংহ- এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আনন্দ মূখর পরিবেশে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নটর ডেম কলেজের চেয়ারম্যান ফাদার জর্জ কমল রোজারিও।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাটিকান সিটির বাংলাদেশের রাষ্ট্রদূত কেভিন স্টুয়ার্ড রেন্ডাল। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নটরডেম কলেজ ময়মনসিংহ এর অধ্যক্ষ ফাদার থাদেউস হেম্ব্রেম সিএসসি। বিশেষ অতিথি ছিলেন বিশপ পল কুবি, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফন নাহার ও অতিরিক্ত পুলিশ সুপার সোহরাওয়ার্দী।
এছাড়াও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অত্র কলেজের সকল শিক্ষক মন্ডলী।
প্রতিনিধি/আরএইচ