নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পাঁচহাট এলাকার ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আজিজুল (৩৮) নামে একজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাকিম নাদির হোসেন শামীমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করা হয়।
দণ্ডিত আজিজুল উপজেলার পাঁচহাট গ্রামের রঞ্জু মিয়ার ছেলে।
এ বিষয়ে নাদির হোসেন শামীম জানান, ধনু নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে- স্থানীয়দের এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত আজিজুলকে প্রথমে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা দণ্ডাদেশ দিয়ে জরিমানা আদায় করা হয়েছে। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্যালো মেশিন, পাইপ ও দুইটি নৌকা জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় দেওয়া হয়।
তিনি আরও জানান, পাঁচহাট এলাকার পাশে প্রবাহমান ধনু নদে অবৈধ ও অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের ফলে আশপাশের গ্রামগুলো ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে। তাই এ নদে বালু উত্তোলন কঠোর ভাবে দমন করা হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই নদে বালু তোলা হচ্ছিল। এতে ভাঙনের মুখে পড়েছিল পাঁচহাট চড়পাড়া ও পাঁচহাট গ্রাম। এবার প্রশাসনের হস্তক্ষেপে এখানকার বাসিন্দাদের স্বস্তি মিলবে মনে হচ্ছে।
দেশবার্তা/একে