সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পুর্নাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, অন্যান্য এয়ারলাইন্সের উড়োজাহাজ চলাচলের ব্যবস্থা করা, বিমানের টিকেটের দাম, নো ভিসা ফি কমানো, বিমানের ম্যানচেস্টার রুট সচল রাখাসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইস্ট লন্ডনের একটি রেস্তোরায় মঙ্গলবার রাতে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এই মতবিনিময়ের আয়োজন করে।
সংগঠনের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শাকির হোসাইন, সাধারণ সম্পাদক তৌহিদুল করীম মুজাহিদ, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলের পক্ষে মোহাম্মাদ কদর উদ্দিন, আব্দুর রহীম বেগ, আব্দুল কাহার সালাম, শেখ ইসতাফ উদ্দিন আহমেদ, লায়েক মিয়া, আমীর উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান শিকদার শাহীন, মাজিদুর রহমান রুনু, আব্দুল হাই, মশিউর রহমান ফখরুল, শাহরিয়ার বিন আকিব সহ অন্যরা। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাবের অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল সেক্রেটারি মাহবুব তোহা, আইটি সেক্রেটারি রাজিব হাসান, পাবলিসিটি সেক্রেটারি শাকিল আহমেদ সোহাগ, পাবলিকেশন সেক্রেটারি মো. আবদুল কাদের জিলানী, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিউনিটি এনগেইজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী, সোশ্যাল মিডিয়া সেক্রেটারি আবদুল্লাহ আল তারিক, সদস্য মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রেস ক্লাব নেতৃবৃন্দ সংগঠনের সকল দাবীর প্রতি সম্পূর্ণ একমত পোষণ করে জনমত গঠনে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
দেশবার্তা/ এনএইচবি