হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু।
মঙ্গলবার বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত তিনি শহরের প্রায় চল্লিশটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং প্রতিটি মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় পূজামণ্ডপ কমিটির সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পূজার নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে আশ্বাস দেন। প্রতিটি মণ্ডপে তিনি ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুদান প্রদানকালে নুর-ই-আলম মিঠু বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আমাদের নওগাঁ জেলা সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হয়ে আছে। বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও স্বাধীনতায় বিশ্বাস করে। তাই পূজার এই আনন্দঘন মুহূর্তে আমি সবার পাশে থাকতে চাই।
এ সময় তার সঙ্গে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী লিটন কুমার দাস,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সুবীর দাস সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতার এ উদ্যোগকে স্বাগত জানান এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন নওগাঁ জেলা পূজা কমিটির সাধারন সম্পাদক জিতেন্দ্রনাথ দাস। তিনি বলেন, বিএনপি নেতা মিঠুর এ ধরনের উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।
উল্লেখ্য, নওগাঁ শহরে এবার প্রায় অর্ধশতাধিক পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংগঠন সার্বিক সহযোগিতা করছে। নওগাঁ জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশে চলছে পূজার আনুষ্ঠানিকতা। ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রতিটি মণ্ডপ রঙে-আলোয় মুখরিত হয়ে উঠেছে।
প্রতিনিধি/আরএইচ