খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া এলাকায় ফয়সাল (২৫) নামের এক যুবকের দুই পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে ফয়সাল বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার দুই পায়ের জখম গুরুতর হওয়ায় রাতেই ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কারা, কী কারণে এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
রূপসা থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/আরএইচ