বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে শহরের জিরো পয়েন্টে শ্রমিক অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জেলা ও মহানগর ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. আব্দুল হাই আকন্দ। সঞ্চালনা করেন জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন সরদার।
এসময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এর আগে গণঅধিকার পরিষদ ময়মনসিংহ কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
প্রতিনিধি/একে