হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শরীফ পুর গ্রামের মাদ্রাসা ছাত্র ইজাজুল চৌধুরীর (১০) লাশ পাওয়া গেছে বছীরা নদীতে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকাল চারটার দিকে নিখোঁজ হয় ইজাজুল। পরে অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার (৪ অক্টোবর) একই গ্রামের চার/পাঁচজন যুবক ইজাজুলের ঘরের পাশে বছীরা নদীতে খোঁজ করতে নামলে বাড়ি থেকে অল্প একটু পুর্বে বছীরা নদীর ব্রীজের কাছে ডুবন্ত অবস্থায় লাশ পাওয়া যায়।
ইজাজুলের ফুফু মাহমুদা জানান, গতকাল বিকেলে নিখোঁজ হয়। ইজাজুল শরীফপুর- আনন্দপুর ইসলামিয়া আওরাবিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতো। কোরআন শরিফ নাজেরা কেবল শেষ করেছে। এ নিয়ে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/আরএইচ