নওগাঁ সদর উপজেলায় বজ্রপাতে বসু মিয়া (৬০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার হাঁসাইগাড়ী বিলে এই দূর্ঘটনা ঘটে।
বসু মিয়া উপজেলার হাঁসাইগাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বসু মিয়া কৃষি শ্রমিক হিসেবে কাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে মাছ ধরা কাজ করতেন। শনিবার সকাল থেকে অন্যান্য জেলের সাথে বসু মিয়া হাসাইগাড়ী বিলের উত্তর অংশে কালিপুর এলাকায় মাছ ধরছিলেন। দুপুর ২টার দিকে তিনি বজ্রপাতের শিকার হন। এতে বসু মিয়া ঘটনাস্থলেই মারা যান।
হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল হোসেন বলেন, শনিবার দুপুরে আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে বসু মিয়ার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, বিষয়টি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় এখনো কেউ অবগত করেননি।
প্রতিনিধি/আরএইচ