নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও সদর উপজেলায় কয়েকটি এলাকায় শনিবার (৪ অক্টোবর) বিকেলে প্রবল ঝড় বয়ে গেছে। বিকেল চারটার দিকে শুরু হয়ে প্রায় ১৫ মিনিটের স্থায়ী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা।
স্থানীয়রা জানান, বিকেল চারটার পর হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায় এবং অল্প সময়ের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়। কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। হঠাৎ এমন ঝড়বৃষ্টিতে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি,মহাদেবপুর উপজেলার বিলশিকারী ও দেওয়ানপুর এবং সদর উপজেলার হাসাইগাড়ী এলাকা। এসব অঞ্চলে অনেক ঘরবাড়ি ও দোকানপাটের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে।
ঝড়ে পত্নীতলা ও মমহাদেবপুর উপজেলার কয়েকটি এলাকায় বেশ কিছু বৈদ্যুতিক পিলার উপড়ে পড়ায় অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
নওগাঁ বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ৮ নটিক্যাল মাইল। এ ছাড়া ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ঝড়ে নওগাঁর পত্নীতলা ও মহাদেবপুর উপজেলার বেশ কিছু এলাকায় ক্ষতি হয়েছে। এছাড়া সদর উপজেলার কিছু এলাকায় ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরুপণে কাজ চলছে।
দেশবার্তা/আরএইচ