ঝালকাঠি প্রেসক্লাবের গৌরবময় পথচলার ৬০ বছর পূর্ণ হলো রোববার (৫ অক্টোবর)। ১৯৬৫ সালের এই দিনে সূচনা হয় দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন সাংবাদিক সংগঠন ‘ঝালকাঠি প্রেসক্লাব’-এর। দীর্ঘ ছয় দশকের এ যাত্রায় ক্লাবটি জেলার সাংবাদিকদের অধিকার রক্ষা, ন্যায়ের পক্ষে অবস্থান ও গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
প্রতিষ্ঠালগ্নে মাত্র কয়েকজন তরুণ সংবাদকর্মীর উদ্যোগে প্রেসক্লাবটি গঠিত হয়। সময়ের পরিক্রমায় এটি জেলার গণমাধ্যমের প্রাণকেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। এখান থেকেই গড়ে উঠেছে বহু পেশাদার সাংবাদিক, যারা জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় সুনামের সঙ্গে কাজ করছেন।
প্রেসক্লাবের ইতিহাসে যুক্ত রয়েছে বহু আন্দোলন-সংগ্রাম, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ, তথ্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ভূমিকা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমৃদ্ধ ঐতিহ্য।
ষাট বছর পূর্তিতে প্রেসক্লাবের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জলনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক আক্কাস সিকদার বলেন, ষাট বছরের এই অর্জন শুধু সাংবাদিক সমাজের নয়, পুরো ঝালকাঠিবাসীর। এই ঐতিহ্য ধরে রেখে আমরা আগামী দিনে আরও শক্তিশালী, পেশাদার ও জনমুখী সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করছি। ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি রহিম রেজা জানান, নবীন প্রবীন সদস্যদের মিলনমেলায় পরিপূর্ণ জেলা শহরের এ প্রাচীন সাংবাদিক সংগঠনটি। সাংবাদিকদের কাজের মান আর ঐক্য সারাদেশে বেশ সুনাম অর্জন করেছে। জেলার উন্নয়ন ও জেলার সমৃদ্ধি সম্প্রসারনের পাশাপাশি জেলার অসংগতি দূর করার ক্ষেত্রে ব্যাপক ভুমিকা পালন করছে। শুরু থেকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এখানে এসে দাড়িয়েছে সংগঠনটি তাদের শ্রদ্ধাভরে স্মরন করছি।
গৌরবের এই মাইলফলকে ঝালকাঠি প্রেসক্লাবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিনিধি/আরএইচ