বরিশালে টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রার ২৫ ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। জেলার ১০টি উপজেলায় এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭১৫ জন এ টিকা কর্মসূচির আওতায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
সোমবার (৬ অক্টোবর) সকালে বরিশাল সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-এলাহী।
সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, বরিশাল জেলায় ৬ লাখ ১ হাজার ১২৫ জন এবং বরিশাল মহানগরীতে ৯৭ হাজার ৫৯০ জন টিকার আওতায় আসবেন। টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার সব কেন্দ্রসহ জেলার ৪ হাজার ২৭৫টি প্রতিষ্ঠানে।
সিভিল সার্জন আরও জানান, চলতি বছরে বরিশাল জেলায় ১ হাজার ৭৫৬ জন টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছেন। তাই গণটিকাদান কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে বরিশাল জেলা ও মহানগরে টাইফয়েড সংক্রমণ অনেকাংশে হ্রাস পাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (কোল-চেইন) ডা. নেয়াজ হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. মো. হুমায়ুন কবির,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেহেদী হাসান জাকির।
সভায় বক্তারা জানান, টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরিশাল জেলার সব উপজেলায় আগামী সপ্তাহে পূর্ণাঙ্গভাবে টিকা কার্যক্রম শুরু হবে।
তারা আশা প্রকাশ করেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ১০০ ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্ধারিত সময়ে টিকা প্রদানের লক্ষ্য অর্জন সম্ভব হবে।