ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১১ নভেম্বর ২০২৫ | ২৭ কার্তিক ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২০:০০
চলমান বার্তা:
অনুষ্ঠানে মুজিব লোগো সম্বলিত লিফলেট বিতরন কেডিএ-র
ভুল স্বীকারে নারাজ পরিকল্পনা কর্মকর্তা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১৭:৫৭  (ভিজিটর : )

খুলনার শিল্পকলা একাডেমিতে বসতি দিবসের অনুষ্ঠানে মুজিব দিবসের লোগো সম্বলিত লিফলেট বিতরন করা হয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এমন কাজে ফুসে উঠেছেন অনুষ্ঠানে আসা বহু মানুষ। কেডিএর পক্ষ থেকে কেউ বিষয়টি না জানার ভান ধরছেন, আবার কেউ চাইছেন ক্ষমা।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে খুলনার শিল্পকলা একাডেমিতে শুরু হয় বসতি দিবসকে ঘিরে নানা আয়োজন।দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। তবে এই অনুষ্ঠানকে ঘিরে ছিলো নানা অসঙ্গতিও। 

আলোচনা সভায় সকল অতিথি ও আমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হয় মুজিব লোগো সম্বলিত লিফলেট। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে যেভাবে লিফলেট ছাপানো হতো, শেখ হাসিনা পালানোর এক বছর পরেও দেখা গেলো একই ধরন। কেডিএর এমন কার্যক্রমে ক্ষিপ্ত হয়েছেন উপস্থিত অনেকেই। প্রতিবাদ করেছেন সভাস্থলেই।

তারা বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এমন কাজ গণঅভ্যুত্থানের চেতনাকে অসম্মান করেছে।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দেওয়া মুজিব লোগো সম্বলিত লিফলেটে দেখা যায় পরিকল্পনা শাখার নাম। তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদ। তিনি ভুল স্বীকার করেননি। তিনি বলেন, লিফলেট কমিটিতে আমি ছিলাম না। তাই এর কোনো দায়ভার আমি নিতে পারবো না। 

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ভুল হয়েছে কি না যারা এর সাথে জড়িত তাদের কাছে জিজ্ঞাসা করেন।

এদিকে এমন অপ্রত্যাশিত কাজের জন্য ভুল স্বীকার করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন। তিনি বলেছেন, ভুলবশত এই লিফলেট গুলো চলে এসেছে। তারপরও সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। এছাড়াও এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার কথা জানান তিনি।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
ইসলামাবাদে আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ
ইসলামাবাদে আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ
ঢাকার ১০ পয়েন্টে গুম-খুন-লুটপাটবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও ‘জুলাইয়ের গান’
ঢাকার ১০ পয়েন্টে গুম-খুন-লুটপাটবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও ‘জুলাইয়ের গান’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg