জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ বলেছেন, ভোক্তা অধিকারে বর্তমানে যে আইন রয়েছ তার অনেক দুর্বলতা রয়েছে। ফলে অনেক দোষী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সেমিনার কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন।
ফারুক আহমেদ বলেন, আইন সংশোধনের জন্য খসড়া প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। এই আইন পাশ হলে স্বাস্থ্য, চিকিৎসাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তর ও সরাসরি ভোক্তা অধিকার আইনের আওতায় আসবে।
খুলনা জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, ক্যাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা এ সেমিনারে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ