মহাসড়কে প্রকাশ্যে গাড়ী থামিয়ে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের নিকট থেকে নগদ টাকা, লুণ্ঠিত মোবাইলফোন ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকলে সিরাজগঞ্জ জেলা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ আলী (২৩), আজাদুল মেম্বার (৩৭), মো. রাশিদুল (৩০), মো. আশরাফুল (২৩), মো. আইয়ুব (২৩), শাহ আলী (২৯) ও মো. বাবু (৩৫)।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, আমরা একাধিক অভিযান পরিচালনা করে ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে তিনজন ডাকাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তিনি আরও বলেন, অভিযানে নগদ ২২ হাজার ৫০০ টাকা, লুণ্ঠিত তিনটি মোবাইলফোন এবং ডাকাতদের ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মহাসড়কে ডাকাতি করাই তাদের মূল পেশা।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ১৫-২০ জনের একটি ডাকাত দল প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের নিকট থেকে মোবাইল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় গত ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক মো. রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলাটি দায়ের করেন।
প্রতিনিধি/একে