ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৩:২৮
চলমান বার্তা:
ভোগান্তিতে নগরবাসী
সাইন্সল্যাবে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে যানজট
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ১২:০১ আপডেট: ১২.১০.২০২৫ ১৮:২১  (ভিজিটর : )

উচ্চমাধ্যমিকে পাঠদান অব্যাহত রাখার দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 

রোববার সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে ব্যস্ত সময়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা জানান, সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের সরকারি সিদ্ধান্তের ফলে ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কা থেকেই তাঁরা এ আন্দোলনে নেমেছেন।

রাসেল নামে এক শিক্ষার্থী বলেন, “ঢাকা কলেজের রয়েছে শতবর্ষের ঐতিহ্য। এখানে শুরু থেকেই উচ্চমাধ্যমিক বিভাগ রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ফলে যদি ভর্তি বন্ধ হয়ে যায়, তাহলে এ ঐতিহ্য নষ্ট হবে। আমরা চাই, উচ্চমাধ্যমিক বিভাগ আগের মতোই চালু থাকুক।”

অবরোধের খবর পেয়ে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করে। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “শিক্ষক ও পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হচ্ছে। দ্রুত সড়ক স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি।”

এদিকে, শিক্ষকরা শিক্ষার্থীদের দাবি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান অব্যাহত রাখেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম দিয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

এই সাত কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এর আগে সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা ভবন অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg