লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সেবাপক্ষ’ উপলক্ষে দিনাজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর লায়ন্স ক্লাবের শিশু নিকেতন কার্যালয়ে এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন ও সেক্রেটারি লায়ন মো. মোকাররম হোসেন (জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান)।
চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. টি জামান ও ডা. মো. আনসার আলী। তাঁরা উপস্থিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ক্লাবের ট্রেজারার লায়ন মঞ্জুর এ রাব্বি, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. শাহ আলম, ডিরেক্টর মো. সাইদুর রহমান, এ.ও মো. আব্দুস সবুর সরকার এবং অফিস সহকারী মো. আনোয়ার হোসেন প্রমুখ।
প্রতিনিধি/একে