গাজীপুরে সারাদিন নিখোঁজ থাকার পর বনের গহীন জঙ্গল থেকে মিললো দ্বিতীয় শ্রেণির ছাত্র রাম মো. আবু বক্কর হুজাইফার (৮) মরদেহ।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের চাউবন গ্রামের কুটুমবাড়ি এলাকার গজারি বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হুজাইফা স্থানীয় চাউবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের হারুন অর রশিদের ছেলে।
স্বজনরা জানান, সকালের দিকে দুই ভাইসহ আরও শিশু বাড়ি থেকে খেলাধুলা করতে বের হয়েছিল। এরপর তারা কাঠবাদাম খাবে বলে পাশের গজারি বনের ভিতরে ঢুকে। দুপুরের আগেই বড় ভাই বাড়ি চলে আসে। এরপরও ছোট ভাই (হুজাইফ) বাড়ি আসেনি। বিভিন্ন স্থানে খোঁজে না পেয়ে পরে বনের ভিতরে নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন সবাই। তারা জানান অনেক সময় ধরেই সে নিখোঁজ ছিল।
নিহতের বড় ভাই সানি জানান, একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে আমি খেলতে চলে যাই আর সে (আবু বক্কর) বনের ভিতরে কাঠবাদাম খেতে চলে যায়। পরে বাড়ি এসে শুনি সে আর বাড়ি আসেনি। অনেকক্ষণ ধরেই সে নিখোঁজ ছিল। বনের ভিতরে তার সাইকেল ও পাশেই পড়ে ছিল জুতা জোড়া। তার শরীর নীল হয়ে ছিল।
স্থানীয়রা জানান, বনের ভিতরে ফুটফুটে ছেলেটির সঙ্গে এমন কাজ কে করতে পারলো। এমন কাণ্ড যারা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। শিশু সন্তান হারিয়ে মা- বাবা পাগল প্রায়। তাদের বুঝানোর কোনো ভাষা আমাদের নেই। আশা করি পুলিশ এ মৃত্যুর রহস্য দ্রুত বের করবেন।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক বলেন, জঙ্গলে শিশুর মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর রহস্য বের করা যাবে। এদিকে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/একে