রোববার জনতা ব্যাংক পিএলসি-এর খুলনা বিভাগীয় অর্ধবার্ষিক ব্যবসায়িক শাখাব্যবস্থাপক সম্মেলন-২০২৫ স্থানীয় একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান ও উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা।
খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের কোম্পানি সচিব মো. আবদুল আলীম খান, বিজনেস ডেভেলপমেন্ট ও মার্কেটিং বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজ হোসেন ফেরদৌস এবং জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক খলিলুর রহমান।
সম্মেলনে খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ৬টি এরিয়া ও ২টি কর্পোরেট শাখাসহ মোট ৯০টি শাখার ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান উপস্থিত এরিয়া প্রধান ও শাখাব্যবস্থাপকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি স্বল্প সুদে আমানত সংগ্রহ, ব্যাংকের আমানত হিসাব বৃদ্ধি, সিএম ও এসএমই ঋণ সম্প্রসারণ এবং খেলাপি ঋণ আদায়ে বিশেষ গুরুত্ব আরোপ করার নির্দেশনা দেন।