বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি এবং আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ল্যাবরেটরিতে অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।
রোববার সকাল ১০টায় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর হাসপাতালের মূল ভবনের দ্বিতীয় তলার ডি ব্লকে হেমাটোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে চতুর্থ তলার সার্জারি সেমিনার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা সঞ্চালনা করেন ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. আফসানা সাবরিন। তিনি জানান, প্যাথলজি ল্যাবকে সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে, যেখানে রোগীরা দ্রুত ও নির্ভুলভাবে পরীক্ষার ফলাফল পাচ্ছেন। নতুন বিভাগে নমুনা সংগ্রহ থেকে রিপোর্টিং পর্যন্ত প্রতিটি ধাপ অটোমেশনের আওতায় আনা হয়েছে। এর ফলে ল্যাবের কার্যকারিতা, গতি ও স্বচ্ছতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
নতুন এই ল্যাবরেটরিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক অটো-অ্যানালাইজার, ব্লাড কাউন্টিং ও কোয়াগুলেশন মেশিন, মাইক্রোবায়োলজির জন্য ইনকিউবেটর এবং অটোমেটেড কালচার সিস্টেমসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি।
হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী জানান, ‘১৫ বছর আগে পদ সৃষ্টি হলেও ২০২৫ সালের ৩ আগস্ট হাসপাতালে প্রথমবারের মতো হেমাটোলজি বহির্বিভাগ চালু হয়। এরই ধারাবাহিকতায় ১২ অক্টোবর উদ্বোধন করা হলো পূর্ণাঙ্গ হেমাটোলজি ল্যাবরেটরি। এখানে রক্ত, অস্থিমজ্জা, প্রোটিন, প্লেটলেট, জমাট বাঁধার প্রক্রিয়া, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যানসারসহ বিভিন্ন রক্তরোগের নির্ণয় করা সম্ভব হবে।’
আলোচনা সভায় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, ‘আজ বরিশালের স্বাস্থ্যসেবায় একটি মাইলফলক স্থাপিত হলো। হেমাটোলজি ল্যাবরেটরি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগের মাধ্যমে রোগ নির্ণয়ের মান যেমন উন্নত হবে, তেমনি মেডিকেল শিক্ষার মানোন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, উপ-পরিচালক ডা. একেএম নজমূল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মাদ মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ও সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েম সাদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
দেশবার্তা/একে