টাইফয়েড প্রতিরোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকাদান কর্মসূচি।জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১২ অক্টোবর) ময়মনসিংহ জেলা ও সিটি কর্পোরেশনে সরকারী ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী টিকাদান ক্যাম্পেইন।
সরকারী ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে টিকাদান কর্মসূচি উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোহছিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্ধোধন করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ। উপস্থিত ছিলেন মসিকের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ডা. এস কে দেবনাথসহ অনেকে।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সরকারের টাইফয়েড টিকাদান কর্মসূচি শিশুস্বাস্থ্যের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। টাইফয়েড হচ্ছে একটি প্রাণঘাতী ব্যাধি। সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সহজেই প্রতিরোধ করা সম্ভব। এই কার্যক্রম সফল করতে শিক্ষক, অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও মিডিয়ার সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরো বলেন, টিসিভি টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এই টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড সংক্রমণের ঝুঁকি প্রায় শতভাগ হ্রাস পাবে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই-তাই অভিভাবকরা নিশ্চিন্তে সন্তানদের টিকা দিতে পারেন।
প্রতিটি স্বাস্থ্যকর্মী দায়িত্বশীলভাবে কাজ করছেন যাতে কোনো শিশুই বাদ না যায়।
প্রতিনিধি/আরএইচ