ফরিদপুরের ভাঙ্গায় এক বাসের ধাক্কায় আরেকটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক ভাঙ্গা উপজেলার পূর্বসদরদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শামসুন্নাহার বেগম (৪০)। তিনি বরিশাল জেলার উজিরপুরের বাসিন্দা পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী। আহত ১৫ জনকে স্থানীয় জনতা, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন নামের একটি বাস ও শ্যামলী পরিবহন ওভারটেকিং করেছিল। এসময় শ্যামলী পরিবহনের ধাক্কায় ইউরো লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।
ওসি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাই। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে শ্যামলী পরিবহন বাসটিকে আটক করা হয়েছে।
প্রতিনিধি/একে